BPGWF
*We are working for garments workers safety and rights*
গার্মেন্টস শ্রমিকদের কলকারখানা অধিদপ্তর ঘেরাও
সরকার ঘোষিত নিম্নতম মজুরী বাস্তবায়নের দাবী করায় বে-আইনীভাবে চাকুরীচ্যূত ৩৫ জন শ্রমিককে পুনঃবহাল ও সরকার ঘোষিত মজুরী বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি পেশা। বক্তারা বলেন, আশুলিয়ায় অবস্থিত ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিঃ, কাঠগড়া, জিরাবো আশুলিয়া, ঢাকা। উক্ত কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন সময় কারখানায় কর্মরতে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনাদি পরিশোধে বিলম্বসহ শ্রমিকদের সাথে বে-আইনী কার্যকলাপ করে আসছে। উক্ত বিষয় শ্রমিক কর্মচারীগণ বিভিন্ন সময়ে কারখানা কর্তৃপক্ষের সাথে সমাধানের চেষ্টা করলেও কর্তৃপক্ষের সস্বইচ্ছে না থাকায় তা সম্ভব হয় নাই। কারখানা কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারীদের এলাকার মাস্তান দ্বারা হুমকি, জোরপূর্বক রির্জাইন কাগজসহ বিভিন্ন সাদা কাগজে স্বাক্ষর রেখে চাকুরীচ্যুত করে আসছে। এমন কি সরকার ঘোষিত নিম্নতম মজুরী বাস্তবায়ন করছে না।
Click Here